advertise-1

detail blogs

a

Genetics....

          Genetics

The branch of biology is discussed in the branch of the genes, work, the type of transition, and the result of the description of the results, as he is a generation or genetics or genetics. William Beterson (Wiliam Beteson, 1861--1926) In 1905, the first genetics circulated the word.

Yohan Mendel - Gregor Johann Mendel,!!!

Gregor Johann Mendel, 1822- 1884, who was recognized as the father of genetics of Genetic, was a priest in the current Czech Republic. Long seven years he examined various types of peas, PEUMS Sativum Territories, and reduced the ideas of the height of the height. Existers of his article including the element, in the Plant Hybridization (Testing Info), in 1866, Proceedings of the NATHA History Society In Bridn is published in the journal. But the article remained in the Aliar of the man's head (March 6, 1884, Mandel died.)

After 16 years of his death, in 1900, three scientists of three different countries separated, but at the same time, the results of Mendel's research repeatedly. Scientists are: Netherlands Botanist Hugo Day Vroc (Hugo de VRIES, 1848-1935), b. Professor Carlos (Carl Correns, 1864- 1933) and G-C, Consoline of Germany. The proprietor of Austria's Eric Tschemak (Erich Tschemak, 1871- 1962) is that the scientists were informed about Mendel's research by ending all their tests.

In this way, an important branch of biology depending on the biology based on the foundation and expression of the basic formula of the hereditary through the research of the hereditary research. For this reason, Mendel was called the Father's of Genetics.

 

        জিনতত্ত্ব 

জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশপরম্পরায় সঞ্চারণের ধরন ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জিনেটিক্স ( Genetics) বলে। উইলিয়াম বেটসন ( William Beteson, 1861--1926) ১৯০৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Genetics শব্দ প্রচলন করেন।
ইয়োহান মেন্ডেল - জিনতত্ত্বের জনক
জিনতত্ত্বের জনক হিসেবে স্বীকৃত গ্রেগ ইয়োহান মেভালন্ডেল ( Gregor Johann Mendel, 1822- 1884) ছিলেন বর্তমান চেক প্রজাতন্ত্রবাসী একজন ধর্মযাজক। দীর্ঘ সাত বছর তিনি বিভিন্ন ধরনের মটর শুটি ( Pea, Pisum sativum) গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা - নিরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কিত দুরকম ধারণা আহরণ করেন। এ ধারণাসহ তার নিবন্ধ Experiments in Plant Hybridization ( উদ্ভিদ সংকরায়ণের পরীক্ষা),  ১৮৬৬ খ্রিস্টাব্দে Proceedings of the Natural History Society in Brunn নামক জার্নালে প্রকাশিত হয়। কিন্তু নিবন্ধটি মেন্ডেলের মৃত্যুর আগ পর্যন্ত লোকচক্ষুর আরালেই রয়ে যায় ( ১৮৮৪ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি)  মেন্ডেল মৃত্যুবরণ করেন।  তার মৃত্যুর ১৬ বছর পর অর্থাৎ ১৯০০ খ্রিস্টাব্দে তিন  ভিন্ন দেশের তিন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন।  বিজ্ঞানীরা হলেনঃ ক. নেদারল্যান্ডসের উদ্ভিদবিজ্ঞানী হিউগো ডে ভ্রিস ( Hugo de Vries, 1848-1935), খ. জার্মানির উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স ( Carl Correns,  1864- 1933) এবং গ. অস্ট্রিয়ার কৃষিবিজ্ঞানী এরিক শ্চেমেক ( Erich Tschemak, 1871- 1962)
আশ্চর্যের বিষয় হলো এ বিজ্ঞানীরা তাদের সকল পরীক্ষা - নিরীক্ষা শেষ করেই মেন্ডেলের গবেষণা সম্পর্কে অবহিত হয়েছিলেন। এভাবে মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করে জীববিজ্ঞানে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে।  এ কারণে মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক ( Father of Genetics) বলে অভিহিত করা হয়।

advertise-4